শিক্ষা ও সাহিত্য
- রবিন মজুমদার - দিগ্বিদিক ২৯-০৪-২০২৪

সাহিত্যকে যদি না করি আমি আতিথ্য, হতে তো পারব না আমি শিক্ষার সতীর্থ। এ সত্য মনে রাখি,বুকে আছে শক্তি, শিক্ষার মহান ব্রতে মর্যাদা আর ভক্তি। নিকষ কালো,অমাবস্যা রাত,যখন রই একাকী, সত্যের ফেলুদা আমায় করে তোলে মহাভারতের সাত্যকী। খোড়া হয়েও খাড়া পাহাড় যার কাছে নস্যি ঠেকে, কাকাবাবু ছাড়া অন্য কারো নাম আমার চিন্তায় না আসে। মনের কণ্ঠে বিদ্রোহী সত্ত্বা অগ্নিমূর্তি তখনি ধারণ করে, যখনই কীনা বিদ্রোহী কবির রুদ্র চরণ আমার মুখে ঝরে। এভাবেই সব কবি সাহিত্যের রুপকে করেছেন গৌরবান্বিত, যার রস আস্বাদন করে নিজেকে করব অলংকৃত। ২৬/০৮/১৮ ৪.১০ বিকাল

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।